• পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিজেরই পোষ্য কুকুর কেটে তার মাংস খাসির বলে বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হল এক ব্যক্তি। অভিযুক্ত সুদীপ রায় বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি এলাকায়। হাটে বিক্রির জন্য নিয়ে আসা মাংসের আকার-আকৃতি দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হয়। কেটে রাখা মাংসের পাশে কুকুরের একটি ছাল এবং সুদীপের ব্যাগ থেকে কুকুরের দেহাংশও পাওয়া যায় বলে জানা গিয়েছে। এর পরই ময়নাগুড়ি থানার পুলিশ তাকে আটক করে। অভিযুক্ত মানসিক ভাবে সুস্থ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

    জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল পানবাড়ির সাপ্তাহিক হাট। এই হাটেরই এক প্রান্তে সুদীপ মাংস বিক্রি করছিল। তার  বাড়ি রামসাই-এর হাতিপোতা এলাকায়। এর আগেও তাকে তার পোষ্য কুকুর নিয়ে হাটে আসতে দেখা গিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। বৃহস্পতিবার সে হাটে মাংস বিক্রি করা শুরু করে। তবে তার বিক্রির জন্য মাংসের আকৃতি দেখে এবং মাংসের পাশে রাখা কুকুরের ছাল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাকে ঘেরাও করে জিজ্ঞাসাবাদ করলেও জোর দিয়েই সুদীপ জানায় সে খাসির মাংসই বিক্রি করছে। তার ব্যাগে তল্লাশি চালানোর পর সেখান থেকে কুকুরের দেহাংশও পাওয়া যায়। কুকুরের একটি ছালও মাংসের পাশেই রাখা ছিল।

    স্থানীয়দের সন্দেহ নিজের পোষ্যকে কেটেই  খাসির মাংস বলে তা বিক্রি করছিল অভিযুক্ত। এর পরেই হাটের ব্যবসায়ীরা পুলিশে খবর দেন। ময়নাগুড়ি থানার পুলিশ কুকুরের মাংস বিক্রি করায় অভিযোগে সুদীপকে আটক করে থানায় নিয়ে যায়। পানবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন, অভিযুক্ত অমানবিক ঘটনা ঘটিয়েছে। পানবাড়ি বাজারের দীর্ঘদিনের সুনাম রয়েছে। ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি তিনি করেন। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, ওই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ কিনা তা দেখা হচ্ছে। বামাল সমেত তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (আজকাল)