আজকাল ওয়েবডেস্ক: গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতাবাঘ! ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে। বৃহস্পতিবার বিকেল নাগাদ একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ চাদ মোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তা পারা করছিল। তখনই একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় চিতাটি। সজোরে গাড়ির ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সেটি। জাতীয় সরকার ওপরই কাতরাতে থাকে।
সব দেখে পথচারীরা ঘোষপুকুর বন বিভাগে খবর দেয়। এরপর বন-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আসে বাগডোগরা থানার পুলিশ ও এলিফেন্ট স্কোয়াড-ও। আহত চিতাবাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায়।
উল্লেখ্য, রাস্তা পারাপারের সময় চিতাবাঘ জখম ও মৃত্যুর ঘটনা প্রায়শই দেখা যায়। এ দিনই তার পুনরাবৃত্তি হল। কয়েক মাস আগেই কমলা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাঘের। ৬ই ডিসেম্বর ঘোষপুকুর ফুলবাড়ি ২৭ নং জাতীয় সড়কের বাকুইলাইন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের।