• বাঘ ধরতে ৮০ টি নাইট ভিশন ক্যামেরা! মিলল পায়ের ছাপ, আতঙ্কে বান্দোয়ান...
    ২৪ ঘন্টা | ১৭ জানুয়ারি ২০২৫
  • মনোরঞ্জন মিশ্র: কোথায় বাঘ? বাঘ বন্দির খেলায় সামিল হয়েছে বাংলা ও ঝাড়খণ্ড। সন্ধ্যে নামলেই ফের গৃহবন্দী হয়ে পড়ছেন বান্দোয়ানের জঙ্গল লাগুয়া গ্রামের বাসিন্দারা।  এখন পরপর ১৬ দিন পার । এখনও অধরা রয়েছে বাঘ। রেডিওকলারহীন বাঘের সঠিক অবস্থান নিয়ে ধোঁয়াশায় রয়েছে ঝাড়খণ্ড ও বাংলার বনবিভাগ। কখনো বান্দোয়ানের কেশরা, রাইকা, যমুনাগড়া, লাউপালে আবার কখনও মানবাজার দু নম্বর ব্লকের নেকড়ে, বডগোড়ায় মিলেছে বাঘের পায়ের ছাপ।

    প্রতিদিন একটার পর একটা জঙ্গল পেরিয়ে নিজের অবস্থান পরিবর্তন করছে বাঘটি। বাঘের গতিবিধির উপর নজর রাখতে পুরুলিয়ায় বান্দোয়ানের মানবাজার ২ নম্বর ব্লকের বিভিন্ন জঙ্গলে লাগানো হয়েছে প্রায় ৩০ টিরও বেশি নাইট ভিশন ট্র্যাপ ক্যামেরা। একইভাবে ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাঁশপাহাড়ি বনাঞ্চলের প্রায় ৫০ টি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে । কিন্তু সেই ক্যামরায় বাঘের ছবি ধরা পড়েনি । 

    ছাগল এবং শুকোর দিয়ে একাধিক টোপ পাতা হলেও সেই টোপে পা দেয়নি বাঘটি । গত দুদিন আগে বড়গোড়া ও নেকড়ে এলাকায় বাঘের উপস্থিতির নমুনা হিসেবে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকে বাঘের সঠিক অবস্থান হিসেবে নতুন করে পায়ের ছাপ পাওয়া যায়নি । আজ সকাল থেকে পায়ের ছাপের খোঁজে নেমেছে বন দপ্তর। 

    পুরুলিয়ার বন দপ্তর, সুন্দরবন টাইগার রিজার্ভের টিম, ঝাড়গ্রামের বন দপ্তর, ঝাড়খণ্ডের বন দপ্তর একত্রিত হয়ে বাঘকে বাগে আনার চেষ্টা চালালেও সমস্ত প্রচেষ্টা বিফলে যাচ্ছে । জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । এলাকায় মোতায়েন করা হয়েছে বন কর্মীদের টিমকে ।

  • Link to this news (২৪ ঘন্টা)