• নতুন বছরে প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’, ঘোষিত দিনক্ষণ
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • গৌতম ব্রহ্ম: যেমন কথা, তেমন কাজ। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকার মানুষজন যাতে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, এবার ‘দুয়ারে সরকার’ প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে গ্রামাঞ্চলগুলিতে। বিশেষত দুর্গম এলাকায়। সেইমতো ২০২৫ সালে, নতুন বছরের প্রথমে ঘোষণা করা হল ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দিনক্ষণ। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জানাতে পারবেন মানুষজন। তারপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেসব স্ক্রুটিনির কাজ। এরপর দেওয়া হবে পরিষেবা।

    ২০২১ সালে তৃতীয়বার রাজ্যের শাসনক্ষমতায় আসার পর দুয়ারে দুয়ারে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে প্রায় দুবার এই শিবির হয়ে থাকে। সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে একেবারে আমজনতার দোরগোড়ায় পৌঁছে যায়, তার জন্য বেশ কয়েকদিন ধরে চলে ক্যাম্প। সেখানে জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখে কারা কারা সুবিধার যোগ্য, তা বেছে নেওয়া হয়। এরপর দ্রুত সেই পরিষেবা পৌঁছে যায় সুবিধাভোগীদের কাছে।

    রাজ্যের প্রায় সর্বত্রই বসে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। তবে তারপরও দেখা গিয়েছে, দুর্গম এলাকার মানুষজন এসব ক্যাম্পে যেতে পারছেন না। ফলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। আর তাই মুখ্যমন্ত্রী এবার সেসব প্রত্যন্ত এলাকায় ‘দুয়ারে সরকার’-এর উপর জোর দিয়েছেন। সেইমতো ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধা দিতে চলবে শিবির। রবিবার ও অন্যান্য ছুটির দিন বাদে রোজই ক্যাম্পে গিয়ে আবেদনপত্র নিয়ে তা জমা দেওয়া যাবে। তারপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেসব আবেদনপত্র খুঁটিয়ে দেখা হবে। তারপর পরিষেবা পাবেন তাঁরা। কোনও শংসাপত্র প্রয়োজন হলে তাও পেয়ে যাবেন এই শিবির থেকে।
  • Link to this news (প্রতিদিন)