• মমতার নির্দেশিকার পর কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার ‘গোঁজ’ প্রার্থীদের
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাতেই কাজ। কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচন নিয়ে মিটল অশান্তি। মনোনয়ন প্রত্যাহার করলেন ১১ জন গোঁজ প্রার্থী। তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১৫ জন ডিরেক্টর।

    আগামী ৩১ জানুয়ারি, কাঁথি সমবায় ব্যাঙ্কে মোট ১৫ জন ডিরেক্টর নির্বাচন হবে। তার আগে গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার কথা ছিল। ১৫টি আসনের জন্য মোট ২৬টি মনোনয়ন জমা পড়েছে। তার মধ্যে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে। বাকি ১১টি আসন নিয়ে চলে টানাপোড়েন। এই দ্বন্দ্বের মাঝে বিধায়ক উত্তম বারিক সম্প্রতি অখিল গিরিকে দেখে ‘চোর’, ‘চোর’ স্লোগান দেন বলে অভিযোগ। পালটা আক্রমণ করতে ছাড়েননি অখিল গিরিও। তিনিও পালটা ‘বোমা মেরে ৫ মিনিটে খতম করা’র হুমকিও দেন বলেই দাবি। তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়।

    এই পরিস্থিতি সামাল দিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আসরে নামেন। বুধবার তাঁর দক্ষিণ কলকাতার প্রিয়নাথ মল্লিক রোডের অফিসে বৈঠকের ডাক দেন। ডেকে পাঠান পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বকে। দলের রাজ্য সভাপতির কথামতো এদিনের বৈঠকে যোগ দেন সকলেই। সূত্রের খবর, বৈঠকে রাজ্য সভাপতির ফোনে ফোন করেন দলনেত্রী। তাঁর মাধ্যমে তিনি অখিল গিরি ও উত্তম বারিককে কড়া বার্তা দেন। কেন দুজনের বিবাদকে কেন্দ্র করে গোটা দল চরম অস্বস্তিতে পড়বে, সে প্রশ্নও নাকি করেন মমতা। অবিলম্বে পারস্পরিক দ্বন্দ্ব মিটিয়ে দলের নির্দেশ মতো কাজ করার কথা বলেন। সমবায় নির্বাচনে গোঁজ প্রার্থী দাঁড় করানো যাবে না বলেও সাফ জানানো হয়। দলীয় নির্দেশিকা না মানলে দুজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও যে নেওয়া হতে পারে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, দলনেত্রীর ফোন পেয়ে কার্যত বাকরুদ্ধ হয়ে যান দুজনে। কোনও কথা বলেননি দুই বিধায়ক। মমতার নির্দেশিকার পরই ১১ জন গোঁজ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।
  • Link to this news (প্রতিদিন)