সাসপেনশনের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সুপার মেদিনীপুর মেডিক্যালে, কে পেলেন দায়িত্ব?
প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
অভিরূপ দাস: কর্তব্যে গাফিলতির দায়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত। সাসপেন্ড করা হয়েছে আরএমও-সহ মোট ১২ সিনিয়র, জুনিয়র চিকিৎসককে। তার কয়েক ঘণ্টার মধ্যে নতুন সুপার নিয়োগ করল স্বাস্থ্যদপ্তর। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হল। আপাতত তিনিই মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার হিসেবে দায়িত্ব সামলাবেন। সাসপেন্ড হওয়া অন্যান্য চিকিৎসকদের জায়গাতেও নিয়োগ করা হয়েছে। এদিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় এবার কোতোয়ালি থানায় দায়ের হল এফআইআর। ১২ জনকে সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে মেডিক্যাল কলেজে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের একাংশ।