‘আমাদের গুলি করলে, আমরা ৪ গুণ করব’, রাজ্যে পুলিশ আক্রান্তের ঘটনায় ‘দাবাং’ DG
প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: বিচারাধীন বন্দিকে ছিনতাইয়ের উদ্দেশে গোয়ালপোখরে দুই পুলিশকর্মীকে গুলি। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে ডোমকলে পুলিশকর্মীর আঙুলে কোপ। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে খোদ আইনরক্ষকদের নিরাপত্তা। এই পরিস্থিতিতে ‘দাবাং’ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করলে যে মোটেও ছেড়ে কথা বলা হবে না, তা শিলিগুড়িতে দাঁড়িয়ে সাফ জানালেন তিনি।
গোয়ালপোখরের ঘটনায় দুই পুলিশকর্মী জখম হন। তাঁরা বর্তমানে শিলিগুড়ির মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁদের দেখতে বৃহস্পতিবার শিলিগুড়িতে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে ছিলেন আইজি জাভেদ শামিম। এরপর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের ডিজি। তিনি বলেন, “আমাদের গুলি করলে, আমরা ৪ গুণ গুলি করব। আমরা প্রশিক্ষিত। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।” তিনি আরও বলেন, “মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। খুব কড়া পদক্ষেপ করতে হবে আমাদের। এই বার্তা আমি আমার সহকর্মীদের কাছে পৌঁছে দিতে চাই।”
উল্লেখ্য, রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে যাওয়ার সময় শৌচকর্ম সাড়ার অছিলায় পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে প্রিজন ভ্যান থেকে নামে। এরপর নিজের কাছে থাকা বন্দুক দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। সার্ভিস রাইফেল ছিনিয়ে পুলিশকে গুলি করার দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। সাজ্জাক এবং আবাল দুজনের খোঁজে চলছে জোর তল্লাশি। সাজ্জাক এবং আবাল দুজনে পূর্ব পরিচিত। ইসলামপুর জেলে থাকাকালীন তাদের পরিচয় হয়। সেই সূত্রে সাজ্জাককে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সাহায্য করে বলেই দাবি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে ডোমকলে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ‘চোর’কে নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাঁসুয়ার কোপে জখম হন এসআই রাণাপ্রতাপ সেনগুপ্ত। এই দুই ঘটনায় উদ্বেগে পুলিশমহল।