• ভেন্টিলেশনে রোগী! অস্ত্রোপচার চলাকালীন কলকাতা ন্যাশনাল মেডিক্যালে আগুন আতঙ্ক
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • রমেন দাস: ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে আগুন আতঙ্ক। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ হাসপাতালের জরুরি বিভাগের ওটিতে আগুন আতঙ্ক ছড়ায় বলে খবর। জানা গিয়েছে, অস্ত্রোপচার চলাকালীন আচমকা একটি স্টেবলাইজার থেকে থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সাময়িকভাবে থামাতে হয় অস্ত্রোপচার। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় কোনও বিপত্তি ঘটেনি। আহত হননি কেউ। 

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এমার্জেন্সি বিল্ডিংয়ের দোতলায় রয়েছে ক্যাজুয়ালটি ওটি। সেখানে মূলত অর্থোপেডিক ও সার্জারি বিভাগের আপৎকালীন অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার ওটির সময় দেখা যায় একটি স্টেবলাইজার থেকে ধোঁয়া বেরচ্ছে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার বন্ধ করা হয়। ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলে উপস্থিত বাকিরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।

    তবে ধোঁয়া বেরনোর পর স্বাভাবিক ভাবেই আগুন আতঙ্ক ছড়ায় রোগী ও রোগীর পরিবারের মধ্যে। হুড়োহুড়ি বেধে যায় পরিজনদের মধ্যে। তবে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে কেন সব কিছু খতিয়ে দেখা হয়নি? উঠছে সেই প্রশ্নও।

    উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে ন্যাশনাল মেডিক্যালে আগুন আতঙ্ক ছড়ায়। চক্ষু বিভাগের একটি অংশ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। সেই রেশ কাটতে না কাটতেই ফের আগুন আতঙ্ক।  
  • Link to this news (প্রতিদিন)