• জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধনে মমতা‌কে আমন্ত্রণ সিপিএমের, কী জানাল নবান্ন?
    হিন্দুস্তান টাইমস | ১৭ জানুয়ারি ২০২৫
  • আগামী শুক্রবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৫তম প্রয়াণ বার্ষিকী। সেদিনই নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের উদ্বোধন হবে। আর তাই আজ, বৃহস্পতিবার সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে কি আসছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্নের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে যেতে পারবেন না বলে জানানো হয়েছে। সুতরাং জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের গ্যালারিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা পেলেন কিনা সেটা নিজে চোখে দেখতে পাবেন না।

    সিপিএমের অনেক আশা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না বলেই খবর। আজ, বৃহস্পতিবার সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন বিমান বসু। কিন্তু মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, উনি আসতে পারছেন না।’ বিমান বসুই জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের সভাপতি। সম্পাদকের দায়িত্বে আছেন রবীন দেব। এই গবেষণাকেন্দ্রের উদ্বোধন করবেন সিপিএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাত। থাকবেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।


    গত অগস্ট মাসে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। অগস্ট মাসেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা করে সিপিএম। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। যেখানে তিনি প্রাক্তনের উদ্দেশে সব ব্যবস্থা করে দিয়েছিলেন। মহম্মদ সেলিম তখন স্পষ্ট জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে না। সেক্ষেত্রে এখন কেন জ্যোতি বসু গবেষণাকেন্দ্রের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হল? এই প্রশ্নের উত্তর সিপিএম নেতৃত্বের কাছ থেকে মেলেনি।


    জ্যোতি বসুর গবেষণাকেন্দ্রে যে গ্যালারি থাকবে সেখানে এখনকার মুখ্যমন্ত্রী জায়গা পাবে কিনা তা নিয়ে দু’দিন আগেই বিমান বসু ধোঁয়াশা তৈরি করেছিলেন। বামফ্রন্ট চেয়ারম্যান বলেছিলেন, একটি গ্যালারি হবে। সেখানে শুধু জ্যোতি বসু নন, তাঁর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ব্যক্তিত্বও জায়গা পাবেন। তাহলে কি ওই গ্যালারিতে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা পাবেন? কারণ, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন দীর্ঘ সময় বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নানা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা ভবনেও গিয়েছেন। বিমান বসু বলেছিলেন, ‘যে সব বিযয় রেলিভেন্ট সেগুলি নিশ্চয়ই থাকবে। ইরেলিভেন্ট বিষয় তো থাকে না। আজ অথবা কাল আমরা চলে যাব। কিন্তু সমাজ সভ্যতার প্রগতির ধারা চলবেই।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)