• মৃত প্রসূতির পরিবারকে আর্থিক সহায়তা, সরকারি চাকরি
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত প্রসূতির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে পাঁচ লক্ষ টাকা সাহায্য করার কথা জানান তিনি। পাশাপাশি মৃতের পরিবার চাইলে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী।

    এদিন মমতা জানান, মেদিনীপুরের ঘটনা মর্মান্তিক। একটা ছোটো শিশু তার মাকে হারাল। মৃত্যুর বিকল্প কোনও সাহায্য দিয়ে পূরণ করা যায় না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তবুও মৃতের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য নেওয়ার অনুরোধ জানান। তাঁর কথায়, ‘ডাক্তারদের গাফিলতির জন্য যেহেতু এই ঘটনা ঘটেছে তাই পরিবার চাইলে একজনের সরকারি চাকরির ব্যবস্থা করা হবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)