• সেবাশ্রয়-তে স্বাস্থ্য পরীক্ষা স্কুলের খুদে পড়ুয়াদের, দেওয়া হলো ওষুধ
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • এই সময়: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় হেল্‌থ ক্যাম্প শুরু করা ইস্তক সেখানে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশু, হৃদযন্ত্রে ছিদ্র থাকা শিশুর চিকিৎসা হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর জেলা থেকেও অসুস্থ শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে এসেছেন। এ বার স্কুলের খুদে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো অভিষেকের উদ্যোগে হওয়া সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে।

    ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় শিবির শেষ হওয়ার পর ওই স্বাস্থ্য শিবির এখন চলছে ফলতা বিধানসভা কেন্দ্রে। ফলতায় বৃহস্পতিবার ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের একদল খুদে পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে। সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে মেডিসিনের চিকিৎসকদের সঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞরাও রয়েছেন। খুদে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করেছেন ওই চিকিৎসকরা। ক্যাম্পের ফার্মেসি থেকেই ওই ওষুধ দেওয়া হয়েছে।

    ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘কাছেই হেল্‌থ ক্যাম্প হচ্ছে। তাই, স্কুলের বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। যাদের ওষুধ দেওয়া প্রয়োজন, চিকিৎসকরা তাদের ওষুধ দিয়েছেন। খুব উপকার হয়েছে ওদের।’

    গত ২ জানুয়ারি সেবাশ্রয় কর্মসূচি শুরু হওয়ার পর প্রতিটি ক্যাম্পেই মেডিসিনের ডাক্তার, চোখের ডাক্তার এবং শিশুরোগ বিশেষজ্ঞদের চেম্বারে সব চেয়ে বেশি ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। দুরারোগ্য রোগে আক্রান্ত একাধিক শিশুর উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। একটি শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্টের জন্য উদ্যোগী হয়েছেন তিনি। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত একটি শিশুর চিকিৎসার দায়িত্বও তিনি নিয়েছেন। অভিষেকের এই উদ্যোগগুলি দেখেই ঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেবাশ্রয় ক্যাম্পে তাঁদের স্কুলের পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন।

    সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অভিষেক বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে করা পোস্ট–এ বলেছেন, ‘এই স্বাস্থ্য শিবির শুরু হওয়ার পর থেকে এ দিন পর্যন্ত ৩ লক্ষ ৪১ হাজার ৫৪০ জন স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। ফলতার ৪০টি ক্যাম্পে এ দিনই ১৩৪৯৩ মানুষ এসেছেন। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ডায়াগনস্টিক টেস্ট হয়েছে। সবাই মিলে আমরা এটাই প্রমাণ করছি যে, গভর্ন্যান্স শুধু একটি শব্দ নয়, বরং সেটা মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।’

  • Link to this news (এই সময়)