• জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ পার্থর: সূত্র
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • জেলের মধ্যেই ‘প্যানিক অ্যাটাক’ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, তিনি জেলেই রয়েছেন। সেখানেই চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করছেন। উল্লেখ্য, বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ। 

    ২০২২ সালে জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তারের পরে পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করেছিল তৃণমূল। তাঁকে মন্ত্রিসভা থেকেও সরানো হয়েছিল। 

    সূত্রের খবর, শুক্রবার সকালে জেলের মধ্যেই অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়। তড়িঘড়ি চিকিৎসকে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তবে এখনও  জেল হাসপাতালে ভর্তি করা হয়নি তাঁকে। 



    উল্লেখ্য, বৃহস্পতিবারই আদালত চত্বরে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। গত মঙ্গলবার কলকাতার বিচার ভবনে ইডির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার বিচার শুরু হয়েছে। আর এই মামলার জন্যই বৃহস্পতিতে আদালতে হাজির ছিলেন পার্থ। সেখানে ছিলেন তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও। সূত্রের খবর, আদালত চত্বরে পার্থ কিছুক্ষণ কথাও বলেন অর্পিতার সঙ্গে। অর্পিতাকে পার্থ বলেছিলেন, ‘আসি, তুমি ভালো থেকো’। 

    প্রসঙ্গত, ইডির মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।  সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কেবলমাত্র এই মামলায় জামিন পাবেন পার্থ।  তবে তার আগে চার্জ গঠন শেষ করতে হবে এবং সাক্ষীদের বয়ান সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।

  • Link to this news (এই সময়)