• লাখ লাখ টাকার লটারির টিকিট কেটেও মিলত না পুরস্কার? বড় চক্র ফাঁস
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • দুবরাজপুরে গজিয়ে উঠেছিল জাল লটারির কারখানা। বৃহস্পতিবার এই কারখানায় হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত প্রিন্টিং মেশিন এবং বিপুল পরিমাণ জাল লটারি। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই দুবরাজপুরে জাল লটারির কারবার চলার অভিযোগ উঠেছিল। গোপন সূত্রে একটি জাল লটারির ছাপাখানার সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার সেখানে হানা দেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় জাল লটারি টিকিটের বিক্রেতা আতা মুরশেদ কাদরিকে। 

    পুলিশ সূত্রে খবর, ওই ছাপাখানায় একাধিক বড় কোম্পানির নামে জাল লটারি ছাপানো হচ্ছিল। ফলে আসল ভেবে লটারির টিকিট কাটা হলেও কোনওদিনই পুরস্কার জুটত না ক্রেতাদের কপালে। ওই ছাপাখানায় তল্লাশি চালিয়ে কয়েক কোটি জাল লটারির টিকিট ও টিকিট ছাপানোর যন্ত্রপাতির বাজেয়াপ্ত করা হয়েছে।



    এ নিয়ে পুলিশের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তদন্তে নেমে পুলিশ হানা দেয় এই জাল লটারির টিকিট ছাপানোর কারখানায়। ছাপাখানা থেকে জাল লটারির টিকিট ছাপানোর ৬টি মেশিন, দুটি ল্যাপটপ, দুটি ডেস্কটপ, ইউপিএস-সহ বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণে জাল লটারির টিকিট। 

    জানা গিয়েছে, ওই ছাপাখানা চালানো হতো পেশায় লটারি বিক্রেতা আতা মুরশেদ কাদরির অঙ্গুলি হেলনেই। যখন কারখানায় জাল লটারি ছাপানো হচ্ছিল সেই সময়েই পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করে ওই ব্যক্তিকে। কী ভাবে এই জাল লটারি বাজারে পৌঁছে যেত? নেপথ্যে কি আরও কেউ রয়েছে? পুলিশ জানায়, তার তদন্ত হচ্ছে।

  • Link to this news (এই সময়)