• এফআইআর আপলোড না-করায় প্রশ্নে পুলিশ
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • এই সময়: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর ওয়েবসাইটে আপলোড না করার অভিযোগে পুলিশের বিরুদ্ধে এ বার মামলা হলো হাইকোর্টে। মূল অভিযোগ হাওড়া সিটি পুলিশের বিরুদ্ধে।

    যদিও প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশও, এফআইআর ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ক্ষেত্রে বিস্তর কাঠখড় পোহাতে হয় বলে। কী পদ্ধতিতে ওয়েবসাইট থেকে এফআইআরের কপি পাওয়া যায়, তা জানিয়ে বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয় হাওড়া সিটি পুলিশ। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুুই শহরের পুলিশকেই অভিযোগ সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করে জানানোর নির্দেশ দিয়েছে।

    ‘স্পর্শকাতর’ বিষয়ে এফআইআর আপলোড না করা নিয়ে বার বারই পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু এ বার এফআইআর আপলোড না করা এবং আপলোড করা এফআইআরের কপি পাওয়ার ক্ষেত্রে জটিল পদ্ধতির অভিযোগে মামলা হয়েছে। মামলাকারীর আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব এফআইআরই ২৪ ঘণ্টার মধ্যে আপলোড করার কথা। কিন্তু বাস্তবে হাওড়ায় তা হচ্ছে না। আর কলকাতায় যদি বা তা হয়, সেই কপি পেতে কালঘাম ছুটে যায়। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এমনটা হওয়ার কথা ‍নয়।

  • Link to this news (এই সময়)