আজকাল ওয়েবডেস্ক: কুলতলির মৈপীঠে ফের মিলল বাঘের পায়ের ছাপ। যার জেরে শুক্রবার সকাল থেকে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অনেকের দাবি, বাঘের গর্জনও শুনেছেন তাঁরা। স্থানীয়দের এও দাবি, অন্তত দুটি বাঘ চলে এসেছে এলাকায়।
প্রসঙ্গত, ৬ জানুয়ারি প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ এলাকায়। দিনদুয়েক পর নদীর পাড়ে ফের মেলে বাঘের পায়ের ছাপ। যার ফলে স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। তবে রাত পেরতে না পেরতেই ফের লোকালয় সংলগ্ন এলাকায় মেলে বাঘের পায়ের ছাপ। তারপর সোমবার রাতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে স্থানীয়রা বাঘের উপস্থিতি টের পান বলে দাবি করেন। রাতেই খবর যায় বনদপ্তরে। এরপর মঙ্গলবার গভীর রাতে মাকড়ি নদীর পাড়ে মেলে পায়ের ছাপ। মনে করা হচ্ছিল, আজমলমারি জঙ্গলে ফিরে গিয়েছে বাঘ। কিন্তু সে আবার ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার দুপুর থেকে বনদপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পাড়ের একদিক ঘেরার কাজ শুরু হয়। শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশেই মিলেছে একটি বাঘের পায়ের ছাপ। ফলে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।