অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে জাঁকিয়ে শীত। কাল থেকে দিন কয়েক হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। যে কারণে ১৮ জানুয়ারি শনিবার থেকে উত্তুরে হওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকারই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী সাতদিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা প্রায় নেই। কথায় আছে মাঘের শীতে বাঘ কাঁপে। সেই শীতেরই দেখা মিলবে এবার। দিন দুয়েক কলকাতার পারদ ১২-১৩ ডিগ্রিতে নামতে পারে। অন্য জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় ঘন কুয়াশাতে ঢাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও, দার্জিলিং এর বেশ কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া, আবহাওয়া শুষ্কই থাকবে। পারদ একটু নামতে পারে।
আজ সারাদিন কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি থাকার পূর্বাভাস রয়েছে। কুয়াশার তেমন একটা দাপট দেখা যাবে না।