• রাস্তা পারাপারের সময় দ্রুত গতির গাড়ির ধাক্কা! ফাঁসিদেওয়ায় জখম চিতাবাঘ
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: এশিয়ান জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত চিতাবাঘ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার চার্চ মোড় এলাকায়। রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে চিতাবাঘটির। তাকে উদ্ধার করে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। আঘাত গুরুতর হলেও আশঙ্কাজনক নয় বলেই খবর।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে জখম চিতাবাঘটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পরে চিতাবাঘটি একটি চা বাগানে ঢুকে যায়। স্থানীয়রা খবর দেন বনদপ্তরে। বাগডোগরা রেঞ্জের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে। বেঙ্গল সাফারি পার্কে তার চিকিৎসা চলছে। চিতাবাঘটির পায়ে আঘাত লেগেছে বলে খবর। পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসক দল। প্রাণীটি রাতে খাওয়া-দাওয়া করেছে বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, ফাঁসিদেওয়া, বাগডোগরা-সহ আশেপাশের এলাকার চা বাগানগুলিতে চিতাবাঘ রয়েছে। রাতের বেলায় খাবারের খোঁজে তারা রাস্তা পারাপার করে। সেই রকমভাবেই এই চিতাবাঘটি রাস্তা পেরতে গিয়ে গাড়ির ধাক্কায় জখম হয়েছে।

    এলাকায় বন্যপ্রাণী রয়েছে বলে জাতীয় সড়কের জায়গায়, জায়গায় সতর্ক করা হয়েছে। কিন্তু অভিযোগ, তারপরও অনেক গাড়ি চালক সচেতন নন। রাজ্য বনদপ্তরের তরফ থেকে সবরকম ব্যবস্থা নেওয়ার পরও মানুষের সচেতনার অভাবে চিতাবাঘের আহতের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
  • Link to this news (প্রতিদিন)