শহরে ফের অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে ছাদে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তড়িঘড়ি ওই আবাসনের বাসিন্দাদের বাইরে বার করে আনা হয়। জানা গিয়েছে, আবাসনের সকলেই সুস্থ রয়েছেন। তবে কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।
আবাসনটির কাছাকাছি স্কুল এবং বেশ কয়েকটি হাসপাতালও রয়েছে। ফলে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার পরে সেখানে যায় দমকল বাহিনী। ৬টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। ভেতরে কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
কী ভাবে এই আগুন লাগল? তা স্পষ্ট নয়। দমকলের তরফে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের বাসিন্দারা জানান, হঠাৎ করে ধোঁয়া দেখতে পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দমকলে খবর দেওয়া হয়। সঠিক সময়েই দমকল পৌঁছেছে বলে জানাচ্ছেন তাঁরা।
আবাসনের এক মহিলা আবাসিক বলেন, ‘হঠাৎ করে দেখি ধোঁয়া বার হচ্ছে ছাদ থেকে। আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি। সকলেই সুস্থ রয়েছেন।’ শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের কিছু রাস্তায় সাময়িক যানজট হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।