মেয়ের হাত ধরে কুম্ভমেলায় গিয়েছিলেন মুকুন্দপুরের বৃদ্ধা বছর ৭৭-এর কৃষ্ণা সরকার। কিন্তু পূণ্যস্নানের পরে আর খুঁজে পাননি মেয়েকে। তাঁকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের সঞ্জয় কুন্ডু। সঞ্জয় পেশায় একজন ঘটক। জীবনসঙ্গীদের মেলানোর কাজ করেন তিনি। এই প্রথম ছেলেমেয়ের সঙ্গে মাকে মিলিয়ে দিতে পেরে খুশি তিনিও। পুলিশের তরফেও ওই ব্যক্তিকে উপহার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ জানুয়ারি মেয়ে রুমা হালদারের সঙ্গে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়েছিলেন কৃষ্ণাদেবী। ১৬ জানুয়ারি তিনি গঙ্গাস্নান করেন। কিন্তু তারপর আর মেয়েকে খুঁজে পাননি ভিড়ের মধ্যে। একটি গাছের নীচে বসে কাঁদছিলেন তিনি। সেই সময়ে তাঁকে দেখতে পান সঞ্জয়। ওই বৃদ্ধাকে তিনি বাড়ি পৌঁছে দেবেন বলে কথা দেন।
জানা গিয়েছে, বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা বলতে পারেননি। শুধু জানিয়েছিলেন, তিনি মুকুন্দপুরের বাসিন্দা।
এরপর কলকাতায় আসার পরে সঞ্জয় ওই বৃদ্ধাকে পূর্ব যাদবপুর থানাতে নিয়ে যান। সেখানেও নিজের পুরো ঠিকানা বলতে পারেননি কৃষ্ণাদেবী। এরপর তাঁর ছবি স্থানীয় একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয় এবং তাঁর পরিজনদের খোঁজ পেলে জানাতে বলা হয়। আর সেই ছবি দেখেই কৃষ্ণাদেবীর ছেলে দেবাশিস পুলিশে যোগাযোগ করেন এবং মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। স্বাভাবিকভাবেই খুশি কৃষ্ণাদেবীর পরিবার। সঞ্জয়কে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।