• নৌকায় ঘরে ফিরছিলেন, আচমকা ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক পরিণতি মৎস্যজীবীর
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রোজগারের জন্য, দিন গুজরানের জন্য তাঁদের যেতেই হয় জঙ্গলে, যে জঙ্গলে থাকে বাঘ। প্রাণ হাতে করে যান তাঁরা। কেউ কেউ ঘরে ফেরেন, কেউ কেউ ফেরেন না। বাঘের আক্রমণে বারবার প্রাণ গিয়েছে মৎস্যজীবীদের। ফের একই ঘটনা।

    সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। মৃত ব্যক্তির নাম অজয় সরদার। বয়স ৫১। গত শুক্রবার কাঁটামারি গ্রাম থেকে অজয়-সহ তিন মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।  গতকাল, বৃহস্পতিবার বিকেলে কাঁকড়া ধরা শেষ করে পীরখালি জঙ্গলের খাড়ী নদী থেকে নৌকা বের করার সময় নৌকার পিছনে বসে ছিলেন অজয়। 

    জানা গিয়েছে তখনই আচমকা জঙ্গলের ভিতর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে অজয়ের উপর।  সঙ্গী কালাচাঁদ সরদার ও কার্তিক সরদার চিৎকার করে, লাঠি বৈঠা নিয়ে বাঘকে তাড়িয় জখম অজয়কে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনলেও শেষরক্ষা হল না।

    শুক্রবার সকালে কাঁটামারি ঘাটে মৃতদেহ নিয়ে আসেন তাঁর দুই সঙ্গী। খবর দেওয়া হয় কুলতলি থানার পুলিশকে। অজয়ের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা গ্রামে শোকের ছায়া।

     অজয়ের স্ত্রী সরস্বতী সরদার বলেন, ‘কাঁকড়া ধরতে নৌকা নিয়ে গিয়েছিল, সন্তানদের নিয়ে সাবধানে থাকার জন্য বলে গিয়েছিল, মেয়ের বাড়িতে গিয়ে শুনি ওঁর শরীর খুব খারাপ, হাসপাতালে ভর্তি। ঘরে এসে দেখলাম সব শেষ।‘
  • Link to this news (আজকাল)