• চাকদহে লরি–বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত তিন যুবক
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নদিয়ার চাকদহে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত তিন যুবক। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। লরির সঙ্গে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুই যুবক। এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তিনি মারা যান।

    স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, বাইকে করে বিরহী পাঁচপোতা এলাকা থেকে শিমুরালির মোল্লাপাড়াতে গানের জলসায় এসেছিল ওই তিন যুবক। 

    অনুষ্ঠান শেষে রাত সাড়ে বারোটা নাগাদ মোল্লাপাড়া থেকে বিরহী ফেরার পথে যাত্রাপুরের মোড়ের কাছে একটি লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিন যুবক। ঘটনাস্থলেই দু’‌জন মারা যায়। একজনকে তড়িঘড়ি করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে তিনি মারা যান। 

    পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিন যুবকের নাম ওয়াসিম মণ্ডল (‌২৪)‌, জনক শেখ (‌১৮)‌ ও শেখ শরিফুল (‌২০)‌। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। চলছে তদন্ত। 

     
  • Link to this news (আজকাল)