শ্লথ বিয়ার পাচারের পরিকল্পনায় ছিল দুই দুষ্কৃতী, খবর পেয়ে বনবিভাগ কী করল দেখুন…...
আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগণার পাতিপুকুর এলাকা থেকে স্লথ বিয়ার পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বনবিভাগের আধিকারিকরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান উত্তর ২৪ পরগনা বনবিভাগের নর্থ ডিভিশনের আধিকারিকরা। সেই অভিযান একেবারেই সফল। একেবারে হাতেনাতে তাঁরা পাকড়াও করেন দুই দুষ্কৃতীকে। শুক্রবার সকাল ১১টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে বনবিভাগের আধিকারিকরা হানা দেন উত্তর ২৪ পরগণার পাতিপুকুর বাস স্ট্যান্ড এলাকায়। তাঁদের কাছে খবর ছিল দুই অভিযুক্ত বিট্টু মণ্ডল ও মহম্মদ ইরফান ওই এলাকা দিয়েই স্লথ বিয়ার পাচার করবে।
বনবিভাগ সূত্রে খবর, দুই অভিযুক্ত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোজাডাঙ্গা হয়ে ভারতের উত্তর ২৪ পরগনায় আসবে। সেখানে থেকে অন্য রাজ্যে ওই বিরল প্রজাতির স্লথ বিয়ার পাচারের ছক কষছিল অভিযুক্তরা। বামাল সমেত দুই অভিযুক্তকে পাতিপুকুরেই আটক করে পুলিশ। দুই অভিযুক্তকে এদিন বারাসাত আদালতে হাজির করা হয়েছে। জানা গিয়েছে, ওই শিশু শ্লথ বিয়ারটিকে নিয়ে কী করা হবে তা সম্পর্কেও বিশেষ নির্দেশিকা জারি করা হবে আদালতের তরফে। সেই নির্দেশের পরে চিকিৎসার জন্য পাঠানো হবে বিরল প্রজাতির ওই প্রাণীটিকে।