• ফের শহরের বহুতলে অগ্নিকাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের ৮ ইঞ্জিন...
    আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিকসময়ে, শহরে পরপর বেশকয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফের আগুন শহরের এক বহুতলে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন, পরে আরও দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।

    ঘটনাস্থল ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিট। শুক্রবার দুপুরে আচমকা সেখানকার একটি বহুতলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা দেখেন, বহুতলের ছাদের এক সংশ থেকে আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়া। দ্রুত ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।  ওই বহুতলে সেই সময়ে ছিলেন বহু আবাসিক, নীচে একাধিক দোকান। একসঙ্গে বহু মানুষের উপস্থিতি, অন্যদিকে নিকটেই স্কুল, ঘন বসতি, সব মিলিয়ে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাপকহারে। 

    তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছটি ইঞ্জিন। শেষ আওয়া খবর অনুযায়ী, বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হচ্ছে।  ইতিমধ্যে আগুনের উৎসস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি এখনও। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গিজার থেকে শট সার্কিট, আর সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা।  প্রকাশ্যে আসেনি ক্ষয়ক্ষতির পরিমাণও।
  • Link to this news (আজকাল)