শনিবার থেকে টানা ২১ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে ভোগান্তির আশঙ্কা ...
আজকাল | ১৭ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে সপ্তাহান্তে টানা ২১ ঘন্টা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় পাইপ লাইনে মেরামতির কাজ চলায় জল বন্ধ তাকবে বলে জানানো হয়েছে। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হবেন গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষ।
কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে যে, শনিবার সকাল ৯টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত কলকাতা পুর এলাকার কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, পুরনিগমের ৮,৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, এবং ১৬ নম্বর বরোয় সম্পূর্ণ ভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। এছাড়া এর আংশিক প্রবাব পড়তে পারে ১২ নম্বর বরোয়।
গত ডিসেম্বর মাসেই ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন। ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। সমস্যায় পড়েছিলেন কলকাতাবাসী।