BENGAL INFO
শিয়ালদায় টানা ৪ দিন অনেক ট্রেন বাতিল, পুরো তালিকা রইল
আজ তক | ১৭ জানুয়ারি ২০২৫
টানা চারদিন শিয়ালদা-ডানকুনি শাখায় বহু ট্রেন বাতিল। বালি ঘাট ও বালি হল্ট স্টেশনের মধ্যে ৯৫ বছরের পুরনো একটি রেল ব্রিজ রয়েছে। এই ব্রিজে মেরামতির কাজ চলবে। আর সেই কারণেই শিয়ালদা-ডানকুনি শাখায় ১০০ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। ২৩ জানুয়ারি রাত ১২টা (২২ জানুয়ারি মধ্যরাত) থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুক্রবার পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনেক লোকাল ট্রেন বন্ধ থাকবে। তবে, শুধু লোকাল ট্রেন নয়, বাতিল করা হয়েছে অনেক মেল ও এক্সপ্রেস ট্রেন। কোন কোন ট্রেন বাতিল ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219, 32221, 32223, 32225, 32227, 32229, 32231, 32233, 32233,3223,3223,3235 32241, 32243, 32245, 32247, 32249, DN 32212, 32214, 32216, 32218, 32220, 32222, 32224, 32226, 3223, 3223, 32234, 32236, 32238, 32240, 32242, 32246, 32248, 32250, 32252। শিয়ালদা-বারুইপাড়া: আপ 32411, 32413, DN 32412, 32414। শিয়ালদা-কল্যাণী সীমান্ত: আপ 31317, 31333, 31339, DN 31318, 31332, 31338। শিয়ালদহ-মধ্যমগ্রাম: ইউপি 33421, DN 33422। শিয়ালদা-বর্ধমান: আপ 31151, ডাউন 31152। শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট: আপ 33411, ডাউন 33412। শিয়ালদা-দত্তপুকুর: আপ 33621, ডাউন 33628। নৈহাটি-ব্যাণ্ডেল: আপ 37535, 37537, 37545, 37529, 37521, 37523, 37555, 37557, DN 37538, 37540, 37548, 375352, 3753522 37556, 37558। ২৭ জানুয়ারি সোমবার শিয়ালদা-ডানকুনি: আপ 32211, 32213, DN 32212, 32214 মেল ও এক্সপ্রেস বাতিল ২১ জানুয়ারি মঙ্গলবার: 12359 কলকাতা-পাটনা গরিব রথ এক্সপ্রেস (JCO 21.01.2025)। ২২ জানুয়ারি বুধবার: 13179 শিয়ালদা-সিউরি এক্সপ্রেস, 13161 কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ২৬ জানুয়ারি রবিবার: ২৭ জানুয়ারি সোমবার যেসব মেল ও এক্সপ্রেসকে দমদম জংশন-নৈহাটি রুটে ঘুরেয়ে দেওয়া হয়েছে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ২৪ জানুয়ারি শুক্রবার ২৫ জানুয়ারি শনিবার: ২৬ জানুয়ারি রবিবার নৈহাটি-দমদম জংশন হয়ে যে সমস্ত মেল ও এক্সপ্রেসের ঘুরিয়ে দেওয়া হয়েছে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ২৪ জানুয়ারি শুক্রবার ২৫ জানুয়ারি শনিবার) ২৬ জানুয়ারি রবিবার ২৭ জানুয়ারি সোমবার 15234 দারভাঙ্গা-কলকাতা মৈথিলি এক্সপ্রেস (JCO 26.01.2025) শিয়ালদার পরিবর্তে হাওড়া থেকে যে সমস্ত ট্রেন ছাড়বে বা হাওড়ায় যাত্রা শেষ করবে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 22.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে।
13147 শিয়ালদহ- বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 23.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে উৎপন্ন হবে। ২৪ জানুয়ারি শুক্রবার 22201 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (JCO 24.01.2025) এবং 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 24.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। 22202 পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (JCO 23.01.2025) এবং 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 23.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে। ২৫ জানুয়ারি শনিবার 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 25.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে, 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 24.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে। ২৬ জানুয়ারি রবিবার 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 26.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে, 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (JCO 25.01.2025) এবং 22202 পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (JCO 25.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়ায় যাত্রা শেষ করবে। ২৭ জানুয়ারি সোমবার 22201 শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (JCO 27.01.2025) শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে। যে যে মেল ও এক্সপ্রেস ট্রেন দক্ষিণেশ্বর স্টেশনের পরিবর্তে বেলঘরিয়া স্টেশনে থামবে UP: 13175, 13173, 13151 এবং 13149, DN: 15234, 13150, 13150, 131317 এবং 13137 (2) কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে শিয়ালদহ বিভাগের নৈহাটিতে যে সমস্ত ট্রেন স্টেশনে থামবে UP: 13149 এবং 13151, DN: 13150 এবং 13152৷
Link to this news (আজ তক)
BENGAL INFO | Information about West Bengal, India |
bengalinfo1@gmail |
Privacy Policy