• কলকাতায় বহুতলে ফের আগুন, এখন কী পরিস্থিতি?
    আজ তক | ১৭ জানুয়ারি ২০২৫
  • আবারও কলকাতায় আগুন। শুক্রবার দুপুরে হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। বহুতলের সমস্ত বাসিন্দাদের বাইরে বার করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি। 

    শুক্রবার দুপুরে ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে। বহুতলের ছাদের এক অংশ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বহুতলে বহু মানুষের বাস। নীচে রয়েছে একাধিক দোকান। তাই মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও ২টি ইঞ্জিন যায়।

    বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। মিন্টো পার্কের কাছাকাছি ওই আবাসনের কাছে রয়েছে স্কুল ও একাধিক হাসপাতাল। তাই আগুন ছড়িয়ে পড়লে তাতে ক্ষতির পরিমাণ বাড়ার সম্ভাবনা ছিল।

    কয়েকদিন আগেি নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় একের এক ঝুপড়ি। এই ঝুপড়িতে প্রচুর মানুষ বসবাস করতেন। দমকলের ১২টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হাত লাগায় সেনাবাহিনীও। আগুনের কারণে ব্রিজের ওপর যান চলাচল বন্ধ রাখা হয়। শিয়ালদা-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম, আসেন দেবাশিস কুমারও।
  • Link to this news (আজ তক)