• কুম্ভমেলায় নিরুদ্দেশ, মুকুন্দপুরের বৃদ্ধাকে বাড়ি ফেরালেন ইসলামপুরের যুবক
    দৈনিক স্টেটসম্যান | ১৭ জানুয়ারি ২০২৫
  • মহাকুম্ভ। ১৪৪ বছরে এক সুযোগ মাত্র একবারই আসে। আর তাই সকলেরই গন্তব্য উত্তর প্রদেশের প্রয়াগরাজ। কোটি কোটি মানুষের ভিড়ে প্রয়াগে দুর্ঘটনাও ঘটছে। এই যেমন কুম্ভমেলায় গিয়েই হারিয়ে গিয়েছিলেন মুকুন্দপুরের বৃদ্ধা। এ রাজ্যেরই ইসলামপুরের বাসিন্দা এক যুবকের উদ্যোগে ঘরে ফিরলেন তিনি। ওই যুবককে পুরস্কার দিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গত ১০ জানুয়ারি মেয়ে রুমা হালদারের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন ৭৭ বছরের বৃদ্ধা কৃষ্ণা সরকার। ১৬ জানুয়ারি গঙ্গাস্নান করতে গিয়েছিলেন তাঁরা। প্রচন্ড ভিড়ে মেয়ে ও মায়ের মধ্যে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। মেয়েকে দেখতে না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েন কৃষ্ণা। ভাষা সমস্যার কারণে কাউকে ঠিক মতো বোঝাতেও পারেননি কী সাহায্য চাই তাঁর। অবশেষে ইসলামপুরের বাসিন্দা সঞ্জয় কুন্ডু বৃদ্ধার সঙ্গে কথা বলেন। তাঁর মুখ থেকেই গোটা বিষয়টি শোনের সঞ্জয়। এরপর তিনি বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন।

    ওই বৃদ্ধাকে সঞ্জয়কে জানান, তাঁর বাড়ি কলকাতার মুকুন্দপুরে। এরপর সময় নষ্ট না করে ওই বৃদ্ধাকে কলকাতায় নিয়ে আসেন সঞ্জয়। তার পর নিয়ে যান পূর্ব যাদবপুর থানায়। কিন্তু সেখানে গিয়েও নিজের পুরো ঠিকানা বলতে পারেননি রুমা। এরপর বৃদ্ধাকে বাড়ি ফেরাতে সোশাল মিডিয়ার সাহায্য নেয় পুলিশ। স্থানীয় হোয়াট্‌সঅ্যাপ গ্রুপে রুমার ছবি পোস্ট করা হয় বৃদ্ধার। এক ব্যক্তি বৃদ্ধার ঠিকানা জানান সেই গ্রুপে।  এরপর কৃষ্ণা সরকারের ছেলে দেবাশিস সরকার মাকে থানা থেকে বাড়ি নিয়ে যান। ইসলামপুরের সঞ্জয় ঘটকের তারিফ করছেন সকলে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)