জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া কার র্যালি'। এটি কলকাতার অন্যতম বিশেষ অনুষ্ঠানের মধ্যে একটি। আগামী ১৯ জানুয়ারি, স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে 'ড্রাইভ হৃদয়া কার র্যালি' । এবছর এর ষষ্ঠ সিজন, এই র্যালি কেবল একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয় বরং তার চেয়েও বেশি কিছু। এটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বাঁচাতে এক শক্তিশালী অবলম্বন হয়ে উঠেছে। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চাশটি ছোট্ট সুপারহিরোদের হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হয়েছে।
এবার সুরজিৎ কালার সহযোগিতায় একটি আকর্ষণীয় ক্যালেন্ডার 'রফি - অ্যান ইটারনাল দিল কানেকশন' প্রকাশ পেতে চলেছে, যাতে মহম্মদ রফির কিছু হৃদয়স্পর্শী গানের কথার, পাশাপাশি নানা মুডের ছবি থাকছে। এই অনুষ্ঠানের মূল থিম হলো "হৃদয়", কারণ সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ। সেই কারণেই এই ক্যালেন্ডারটিও অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনুষ্ঠানের উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে। এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ "ড্রাইভ হৃদয়া" সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল।
হৃদয়ার চেয়ারম্যান সুরজিৎ কালা বলেন, "আমাদের লক্ষ্য হল যতগুলো সম্ভব আন্ডার প্রিভিলেজড শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখা, এবং এই উদ্যোগের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো। এটি শহরের অন্যতম বড় গাড়ির সমাবেশ কারণ এই বছরও দুই শতাধিক গাড়ি অংশগ্রহণ করছে।"