• ফের অনুপ্রবেশ! নদিয়ার হাঁসখালি থেকে গ্রেপ্তার ৩ অনুপ্রবেশকারী-সহ ভারতীয় দালাল
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। শুক্রবার সকালে নদিয়ার হাঁসখালির ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার ৩ বাংলাদেশি। পুলিশের জালে এক ভারতীয় দালালও। তাদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারীদের মধ্যে একজন মহিলা, দুজন পুরুষ। ধৃত মহিলার নাম তানিয়া আখতার। বাকি দুজন মহম্মদ অভি মিঞা ও মহম্মদ সুজ্জ্বল মিঞা। তারা বাংলাদেশের ঘনিগলা, দক্ষিণ মনোহরপুর ও আক্তারইল্লা এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে। অপরদিকে, ধৃত ভারতীয় দালাল শরিফুল মণ্ডল হাঁসখালি থানার রামনগর খিদিরপুর পাড়ার বাসিন্দা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় হাঁসখালি থানার পুলিশ। অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

    বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকেই লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। নদিয়ার এই অঞ্চল থেকে একের পর এক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রশ্ন উঠছে, অত্যাচারের কারণে তারা বাংলাদেশ ছাড়ছে নাকি, পিছনে রয়েছে নাশকতার ছক? কারণ, এ রাজ্য থেকে আনসারুল্লা বাংলা টিমের জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বাংলার মাটি ব্যবহার করে নাশকতার ছক কষেছিল। শুক্রবারে গ্রেপ্তার হওয়া অনুপ্রবেশকারীরা কেন বাংলাদেশ ছাড়ল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)