• জয়দেবে দলছুট হাতির দাপট, কেন্দুলি মেলায় আতঙ্ক, কী করলেন বনকর্মীরা
    প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
  • নন্দন দত্ত ও দেব গোস্বামী: শুক্রবার সাতসকালে হাতির আতঙ্ক বীরভূমের জয়দেবে। বর্ধমান, বাঁকুড়া থেকে দলছুট দুই হাতি চলে আসে অজয় নদের তীরে। এখানেই মকর সংক্রান্ত উপলক্ষে চলছে কেন্দুলির মেলা। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে পশ্চিম বর্ধমান ও বীরভূমের প্রশাসনিক কর্তাদের। ছুটে আসেন তাঁরা। আসেন বর্ধমান ও বীরভূম রেঞ্জের আধিকারিকেরাও। ডাকা হয় হুলা পার্টিকে। অবশেষে তাদের ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়েছে।

    বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বড়জোড়া থেকে পূর্ব বর্ধমানের কাঁকসা হয়ে অজয় নদ বরাবর জয়দেবে প্রবেশ করে হাতি দুটি। শুক্রবার সকালে পূর্ণবয়স্ক মহিলা ও পুরুষ হাতি দুটি জয়দেবের মেলা এলাকায় পৌঁছয়। হাতিগুলি দেবরাজপুর থানার লোবা অঞ্চল দিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের দিকে এগিয়ে আসছিল। এই সড়কের অদূরেই অজয়ের পাড়ে বিশাল মেলা চলছে। তাতেই চিন্তার ভাঁজ পড়ে আধিকারিকদের কপালে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ডাকা হয় হুলা পার্টিকে। আসেন দুই বন্দুকবাজও। হাতিগুলিকে জয়দেব মোড়ের আগে একটি পুকুরের কাছে পরপর বেশ কয়েকটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই কাবু হয় দুই হাতি।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুটি হাইড্রা আনা হয়েছে। হাতি দুটিকে তাতে বেঁধে বাঁকুড়ার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদপ্তর সূত্রে খবর। দলছুট হাতিগুলিকে ধরতে পেরে আতঙ্ক ও উদ্বেগ দুই কমেছে প্রশাসনের। হাফ ছেড়ে বেঁচেছেন বনদপ্তরের কর্তারা।
  • Link to this news (প্রতিদিন)