ডিগ্রি ভাঁড়িয়ে প্রাইভেটে চিকিৎসা! আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আসফাকুল্লাকে তলব পুলিশের
প্রতিদিন | ১৭ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিগ্রি ভাঁড়িয়ে বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসার অভিযোগে এবার আরও বিপাকে আর জি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। বৃহস্পতিবার তাঁর কাকদ্বীপের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। আর শুক্রবার আসফাকুল্লাকে সমন পাঠাল বিধাননগর পুলিশ কমিশনারেট। আগামী সোমবার তাঁকে পুলিশ কমিশনারেটে হাজিরা দিতে হবে বলে নোটিসে উল্লেখ রয়েছে।