• কলকাতার অভিজাত এলাকার বহুতল আবাসনে আগুন, পাশেই স্কুল-হাসপাতাল
    হিন্দুস্তান টাইমস | ১৭ জানুয়ারি ২০২৫
  • ফের অগ্নিকাণ্ড কলকাতায়। বিগত কয়েক মাসে বারংবার আগুন লেগেছে শহরের বিভিন্ন স্থানে। শপিং মল থেকে বস্তি, অগ্নিসংযোগের ঘটনায় বেড়েছে উদ্বেগ। আর আজ দুপুর নাগার আগুন লাগে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে। আগুন লাগার পরপরই সেই বিল্ডিং থেকে বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল।

    এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল। মিন্টো পার্ক এলাকায় অবস্থিত সেই আবাসনের আশেপাশেই স্কুল এবং হাসপাতাল রয়েছে। এই পরিস্থিতিতে আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এলাকবাসী। এদিকে আগুন লাগার পরে চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়।

    রিপোর্ট অনুযায়ী, কলকাতার ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিট ঠিকানায় অবস্থিত বহুতল ভবনের ৬ তলা থেকে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। সেই ৬ তলায় নির্মাণকাজ চলছিল। এদিকে কী থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে দকমল। এদিকে ঘটনা প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন, আগুন ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। তিনি আরও জানিয়েছেন, সিনিয়র আধিকারিকদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।

    এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে উল্টোডাঙার রেললাইনের পাশের বস্তিতে আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি বাড়ি পুড়ে যায়। এর দু'দিন আগেই দক্ষিণ কলকাতায় কাঁকুলিয়া রোডে বস্তিতে আগুন লেগেছিল। এরপরও তপসিয়ায় অগ্নিকাণ্ড ঘটে। পরে ডিসেম্বরে নিউ আলিপুরে ভয়াবহ আগুন লাগে। দুর্গাপুরে ব্রিজ সংলগ্ন একের পর এক ঝুপড়িতে দাউ দাউ করে জ্বলে উঠেছিল সেই অগ্নিকাণ্ডে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)