• ইট দিয়ে থেঁতলে খুন তৃণমূল কর্মীকে, কালিয়াচকের ঘটনায় গ্রেপ্তার জ়াকির
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • মালদায় তৃণমূল কর্মী খুনে প্রধান অভিযুক্ত জ়াকির শেখকে (৬১) গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার কাশিমনগর নিচুতলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ইংরেজবাজারের কাউন্সিলার দুলাল সরকারকে খুনের ১২ দিনের মাথায় কালিয়াচকে হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ ওঠে। টানা তিনদিন লাগাতার তল্লাশির পর প্রধান অভিযুক্তকে হাতে পেল পুলিশ। 

    এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই আমির হামজা নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত জ়াকিরকে খুঁজতে স্নিফার ডগ, ড্রোন ব্যবহার করে তল্লাশি চালানো হয়। তবে নাগাল পাওয়া যাচ্ছিল না জ়াকিরের। ঘটনায় ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল পুলিশ। অবশেষে শুক্রবার সন্ধ্যায় জ়াকরিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। 

    গত মঙ্গলবার কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানেই কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ উপস্থিত ছিলেন। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। সেখানেই উপস্থিত আর এক তৃণমূল কর্মী হাসানকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ ওঠে। বকুল-সহ দু’জন তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

  • Link to this news (এই সময়)