• গুড়াপে শিশু ধর্ষণ খুনে ফাঁসির সাজা, মেয়ের জন্মদিনে আদালতের রায় শুনে অঝোরে কান্না পরিবারের
    এই সময় | ১৭ জানুয়ারি ২০২৫
  • গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত। ঘটনার ৫৪ দিনের মাথায় সাজা ঘোষণা করলেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। 

    আজ ১৭ জানুয়ারি গুড়াপের ওই নাবালিকার জন্মদিন। সেই দিনেই নাবালিকার হত্যাকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা শুনতে আদালতে হাজির ছিলেন নির্যাতিতার পরিবার। সাজা ঘোষণার পরেই কান্নায় ভেঙে পড়েন নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে দোষীর ফাঁসির দাবিতে সোচ্চার হয় গ্রামবাসীরাও। সাজা ঘোষণা হতেই স্বস্তিতে সকলেই। 

    গত বছর ২৪ নভেম্বর গুড়াপ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে চকোলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খুন ও ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী পৌঢ় অশোক সিং-এর বিরুদ্ধে। মেয়ে মাংস খেতে চাওয়ায় নাবালিকার বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর অভিযুক্তের বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।

    অভিযোগ পাওয়ার পরেই অশোক সিং-কে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য হুগলী গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে বিশেষ টিম গঠন করেন জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন। ২৬ নভেম্বর ঘটনাস্থলে আসে রাজ্য ফরেনসিক ল্যাবরেটরি বিশেষজ্ঞরা। এই মামলায় গত ৯ ডিসেম্বর চার্জশিট পেশ করেছিল পুলিশ। ১১ তারিখ চার্জ গঠন হয়। মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৫ জানুয়ারি অশোককে দোষী সাব্যস্ত করেছিল আদালত।

  • Link to this news (এই সময়)