• ক্ষুদ্র শিল্পের সমস্যা কী কী? দু’দিন ধরে আইডিয়াস-আইএসআইয়ের উদ্যোগে চলল আলোচনা
    আনন্দবাজার | ১৭ জানুয়ারি ২০২৫
  • অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কী কী সমস্যার সম্মুখীন হয়? বিনিয়োগকারীরাই বা কী কী সমস্যায় পড়েন? এ সব নিয়েই দু’দিন ধরে চলল আলোচনা। আর এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। আয়োজনে ছিল ওই প্রতিষ্ঠানের ইনস্টিটিউট অফ ডেটা ইঞ্জিনিয়ারিং, অ্যানালিটিকস অ্যান্ড সায়েন্স ফাউন্ডেশন (আইডিয়াস)। নাম ‘দ্য কলকাতা এমএসএমই অ্যান্ড স্টার্টআপ কনক্লেভ ২০২৫ অ্যাট আইডিয়াস-আইএসআই কলকাতা কনক্লেভ’।

    দু’দিনের সম্মেলনে যোগ দিয়েছিলেন ক্ষুদ্র শিল্পের ব্যবসায়ী, বিনিয়োগকারী, উদ্যোগপতিরা। প্রায় ২০টি এমএসএমই (মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইস) এবং উঠতি সংস্থা সম্মেলনে যোগ দিয়েছিল। সেখানেই এই ক্ষুদ্র শিল্পের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয়েছে।

    আইডিয়াস-আইএসআইয়ের প্রযুক্তি ব্যবসা উন্নয়নের প্রধান দেবাশিস ঘোষ জানিয়েছেন, বাংলায় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্পে জোয়ার আনতেই এই উদ্যোগ। তারা যাতে আরও বেশি করে ডেটা অ্যানালিটিকস, এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে, সেই অনুপ্রেরণাই জোগানো হচ্ছে। ব্যবসার পরিকল্পনা, উদ্দেশ্য অন্য রকম হলে মূলধনের জোগানও মিলবে। সম্মেলনে বেশ কিছু ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প সংস্থাকে পুরস্কৃতও করা হয়েছে। এই সম্মেলনে যোগ দিয়ে খুশি বলে জানিয়েছেন ‘জ়াক্সট্রা’ সংস্থার সিইও পল্লব দাশগুপ্ত।

  • Link to this news (আনন্দবাজার)