সংস্কারের কাজে সময় লাগবে প্রায় ২০ সপ্তাহ। আগামী ২৫ জানুয়ারি থেকে যান নিয়ন্ত্রণ করা হবে বারাসত ফ্লাইওভারে। শুক্রবার থেকে যান চলাচল নিয়ন্ত্রণের ট্রায়াল শুরু হলো। ডিসেম্বরে সংস্কারের কাজ শুরু হলেও মাঝপথে তা থামিয়ে দেওয়া হয়। জানুয়ারি থেকেই সেই কাজ পুনরায় চালু করা হচ্ছে।
ট্রায়ালের জন্য ১৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। একই ভাবে ১৯ তারিখ রাত ১০টা থেকে ভোর রাত ৩ টে পর্যন্ত ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হবে। ট্রায়াল সফল হওয়ার পর ২৫ জানুয়ারি থেকে বারাসত ফ্লাইওভারে সম্পূর্ণভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। ২৫ জানুয়ারির পর প্রতি শুক্রবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৩টে পর্যন্ত দীর্ঘ সময় ফ্লাইওভার সংস্কারের কাজ চলবে।
দীর্ঘ সময় পিডব্লিউডি-র ফ্লাইওভার সংরক্ষণের কাজ চলার কারণে বন্ধ থাকবে বারাসাত রোড। সপ্তাহে দু’দিন করে এই রাস্তা বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক-সহ ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। তবে সপ্তাহের বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মেই চলবে যানবাহন বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই দোলতলা পুলিস লাইনে প্রশাসনিক স্তরেও বৈঠক হয়ে গিয়েছে।
ডিসি ট্রাফিক নীহাররঞ্জন রায় বলেন, ‘কাল থেকে ট্রায়াল শুরু হবে। দত্তপুকুর হাটখোলা থেকে যে গাড়ি আসবে, সেগুলি সন্তোষপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রায়াল দেখে যান নিয়ন্ত্রণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, কয়েকটি রুটের বাস বারাসতের আগে থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। ব্যারাকপুর থেকে আসা বাস হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী ট্রাক টাকি রোডের কাচকল মোড়, অশোকনগরের বিল্ডিং মোড় ও কলকাতা থেকে আসা ট্রাক সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।