• কথা রাখলেন সাংসদ! ‘সেবাশ্রয়’-এ আসা শিশুর ওপেন হার্ট সার্জারি হবে শনিবার
    এই সময় | ১৮ জানুয়ারি ২০২৫
  • কথা দিয়ে কথা রাখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় শিবিরে আসা এক শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। ওই শিশুর হার্টের জটিল অস্ত্রোপচার হতে চলেছে শনিবার। ডায়মন্ড হারবারের বাসিন্দা আলতাফ হোসেন ঘরামির ন’বছরের ছেলের ‘ওপেন হার্ট সার্জারি’ হবে বজবজের একটি হাসপাতালে।

    গত ৫ জানুয়ারি ডায়মন্ড হারবারের একটি সেবাশ্রয় ক্যাম্পে হাজির হয়েছিলেন আলতাফ। ছেলেকে কোলে নিয়ে আলতাফ ক্যাম্পের ডাক্তারদের জানান, তাঁর সন্তান বেশিক্ষণ হাঁটতে চলতে পারে না। কিছুক্ষণ চলার পরেই তাকে বিশ্রাম নিতে হয়। ছোটখাটো কাজ করে সংসার চালানো আলতাফ চিন্তায় পড়ে গিয়েছিলেন ছেলেকে নিয়ে। 

    সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়ে দেন তাঁর ছেলের হার্টে একটি ছিদ্র রয়েছে। সেই কারণেই বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে তাকে। আলতাফকে এসডিও গ্রাউন্ড, ডায়মন্ড হারবারের মডেল ক্যাম্পে পাঠিয়ে সমস্তরকম পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, হার্টের অস্ত্রোপচার করতে হবে। 

    বিষয়টি জানানো হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সে দিনই সাংসদ বজবজের একটি হাসপাতালে শিশুটির অস্ত্রোপচার করানোর ব্যবস্থা করার পরামর্শ দেন। শনিবার, ১৮ জানুয়ারি অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়েছে। আলতাফের ছেলের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)