কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...
আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সীমান্তের কাঁটাতারের বেড়ার গায়ে এবার ঝুলিয়ে দেওয়া হল কাচের খালি বোতল। পাচারকারীদের দৌরাত্ম্য ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই অভিনব পন্থা অবলম্বন করেছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগে মেখলিগঞ্জ ব্লকের নাকারের বাড়ি সংলগ্ন উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দেয় গ্রামবাসীরা। সেই কাঁটাতারে সারিবদ্ধভাবে কাচের বোতল ঝুলিয়ে দিলেন বিএসএফ আধিকারিকরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। এই বেড়া কাটা রুখতে বিএসএফ সতর্ক রয়েছে। তবে মেখলিগঞ্জে এমন কিছু জায়গা আছে, যেখানে স্থায়ীভাবে এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। সেইসব জায়গায় সিঙ্গল ফেন্সিং দেওয়া হয়েছে। এবার কাঁটাতারের বেড়া কাটা বন্ধ করতে বেড়ার তারে কাচের বোতল ঝুলিয়ে দেওয়া শুরু করেছে বিএসএফ।
জানা গিয়েছে, বেশিরভাগ সময়েই দুষ্কৃতীরা রাতে বেড়া কাটার চেষ্টা করে। বেড়া কেউ জোরে টানার চেষ্টা করলে ঝুলে থাকা বোতল বেড়ার তারে স্পর্শ হলে ঠনঠন শব্দ হবে। এতে প্রহরারত জওয়ানরা বিষয়টি সহজে টের পেয়ে যাবেন। ফলে পাচারকারীদের বেড়া কাটার চেষ্টা ব্যর্থ হবে। বেড়া নির্মাণের কাজে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-র বাধার পর এবার এই বোতল ঝোলানো নিয়েও বাংলাদেশের তরফে আপত্তি তোলা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,পরপর কাঁটাতারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। কেউ কাঁটাতার স্পর্শ করলে বোতল দুটির পরস্পর সংস্পর্শে শব্দ তৈরি হচ্ছে। নিরাপত্তার জন্য বা দেশের স্বার্থে কাজ করে চলেছে বিএসএফ।