গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...
আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যখন মহাকুম্ভ মেলা চলছে সেই একই সময়ে বাংলার গঙ্গাসাগরে চলছে গঙ্গাসাগর মেলা। এই মেলাকে কেন্দ্র করেও লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে। সাধারণ মানুষকে যাতে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয় সে কারণে অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। অতিরিক্ত বাস সহ পূর্ব রেলের তরফে চালানো হয়েছিল একাধিক লোকাল ট্রেন যার মধ্যে বেশিরভাগই গঙ্গাসাগর স্পেশাল। এই কয়েকদিনে কত আয় হল তা মেলা শেষের পর জানিয়ে দিল পূর্ব রেল। জানানো হয়েছে, মেলার কয়েকদিনে অর্থাৎ ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাকদ্বীপ শাখায় রেলের মোট আয় হয়েছে ১৫.৯০,৪১১ টাকা।
নামখানা বিভাগে মোট আয় হয়েছে ৭,৯৪,৪৫০ টাকা। মোট আয় হয়েছে ২৩,৮৪,৮৬১ টাকা। ভিড় সামলাতে প্রস্তুত রাখা হয়েছিল অতিরিক্ত রেক। শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানা স্টেশনগুলোতে মে আই হেল্প ইউ বুথ খোলা হয়েছিল। সহায়তার জন্য ছিল বিশেষ হেল্পলাইন নম্বর। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য প্রকাশ করা হয়েছিল গুরুত্বপূর্ণ ফোন নম্বরের তালিকা। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে শিয়ালদা দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সিভিল ডিফেন্স, স্কাউট এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছিল।
মেলা চলাকালীন কাকদ্বীপে পাঁচটি এবং নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফে। রাখা হয়েছিল অতিরিক্ত বুকিং ক্লার্ক। শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানায় প্রস্তুত ছিল মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিয়ালদায় ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদায় ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত রাখা হয়েছিল টাওয়ার ওয়াগন।