পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি, সৌজন্যে কন্যাশ্রী
বর্তমান | ১৮ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন-প্রকল্প কন্যাশ্রীর সৌজন্যে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। তারই হাতে গরম প্রমাণ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিসংখ্যান। ২০২৫ সালের মাধ্যমিকে এবার ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি। পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি মহকুমায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৫৯ হাজার ৪০১ জন। মাধ্যমিক পরীক্ষার জেলার আহ্বায়ক তথা মেদিনীপুর সদর মহকুমার গুড়গুড়িপাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষচন্দ্র হাজরা বলেন, ‘মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ২৮ হাজার ৬২০ জন। ছাত্রীর সংখ্যা ৩০ হাজার ৭৮১ জন। ছাত্রদের থেকে ২ হাজার ১৬১ জন বেশি ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে।’ দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী এবং সবুজসাথী প্রকল্পের জন্যই শহরের পাশাপাশি গ্রামগঞ্জের বালিকা ও কিশোরীরা বেশি করে স্কুলমুখী হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা ছাত্রীদের সংখ্যা বেশি সেটাই প্রমাণ করে। সার্বিকভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যাও এবার অনেকটাই বেড়েছে।’
মেদিনীপুর সদর মহকুমায় মোট ১৯ হাজার ৫২৫ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে। তাদের মধ্যে ছাত্র ৯৫১৪ এবং ছাত্রী ১০ হাজার ১১জন। খড়্গপুর মহকুমায় ১৩ হাজার ১২৬ জন ছাত্র, ১৩ হাজার ৭০৯ জন ছাত্রী এবং মোট পরীক্ষার্থী ২৬ হাজার ৮৩৫ জন। ঘাটাল মহকুমায় ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৫৯৮০, ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬১ জন এবং মোট পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৪১জন। জেলার তিনটি মহকুমাতেই ছাত্রদের থেকে ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি। মহকুমার নিরিখে ঘাটাল মহকুমায় ছাত্রী বেশি রয়েছে ১০৮১ জন, খড়্গপুর মহকুমায় ৫৮৩ জন এবং মেদিনীপুর সদরে ৪৯৭ জন ছাত্রী পরীক্ষার্থী বেশি।
সারা জেলায় এবার ৬০০ টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে। মেদিনীপুর সদরে রয়েছে ১৬৬টি, খড়্গপুরে ২৮৫টি এবং ঘাটালে ১৪৯টি স্কুল। তিনটি মহকুমায় মোট সেন্টার হচ্ছে ১২২টি। মেদিনীপুরে ৩৮টি, খড়্গপুরে ৫৮টি এবং ঘাটালে ২৬টি। জেলায় মেন ভেনু ৭৩টি, সাব ভেনু ৪৯টি কাস্টোডিয়ান ২০টি। সুভাষবাবু বলেন, ২০২৪ সালের থেকে জেলায় মোট পরীক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। ২০২৪ সালে জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৫১ হাজার ২৬৮ জন এবার ৮ হাজার ১৩৩ বেড়ে হয়েছে ৫৯ হাজার ৪০১জন।
মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার দিনগুলিতে ১৪৪ ধারা জারি সহ যোগাযোগ ব্যবস্থায় যাতে কোনওরূপ সমস্যা না হয় সেই দিকে প্রশাসনের নজরদারি থাকবে।