নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আরও একটি ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। নক্কারজনক ঘটনার ৫৩ দিনের মাথাতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল অভিযুক্ত অশোক সিংকে। ৫৫ দিনের মাথাতেই তাকে ফাঁসির সাজা শোনাল আদালত। শুক্রবার বিকেলে চুঁচুড়ার বিশেষ পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী এই সাজা ঘোষণা করেন।
জানা গিয়েছে, ১৭ জানুয়ারিই ছিল ওই খুদের জন্মদিন। জন্মদিনেই তার প্রতি হওয়া অন্যায়ের সুবিচার পেল শিশুটি। এত দ্রুত বিচার পেয়ে শত কষ্টের মধ্যেও খুশি শিশুটির পরিবার।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর রাতে গুড়াপে ঘটে গিয়েছিল নক্কারজনক ঘটনা। পাঁচ বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী অশোক সিং। এরপর কয়েকঘণ্টা ধরেও সেই শিশুর খোঁজ না মেলায় অশোকের বাড়িতে হানা দেয় পরিবার। সেখান থেকেই অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশুটির দেহ। ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা অশোককে ধরে গণপিটুনি দেয়। রাতেই পুলিস এসে জখম অশোককে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিনই সিট গঠন করে তদন্ত শুরু করে পুলিস। নানা মহল থেকে ওই মামলার দ্রুত বিচারের দাবি উঠেছিল। বুধবার ৫৩ দিনের মাথায় অভিযুক্ত অশোককে দোষী সাব্যস্ত করে আদালত এবং ৫৫ দিনের মধ্যে করা হল ফাঁসির সাজা ঘোষণা।