• বর্ধমানে হাসপাতাল আবাসনে হামলা! বারান্দা পেরিয়ে ঘরে ঢুকে মহিলা স্বাস্থ্যকর্মীকে কোপাল দুষ্কৃতীরারা
    প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
  • অর্ক দে, বর্ধমান: ভর সন্ধ্যায় দুষ্কৃতী হামলা বর্ধমানের হাসপাতালের কোয়ার্টারে! আবাসনের ভিতরে ঢুকে ধারালো অস্ত্রের কোপে মহিলা স্বাস্থ্যকর্মীকে খুনের চেষ্টা আততায়ীর। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানকর হাসপাতালের আবাসনে। প্রাথমিক চিকিৎসার পর ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয়। এই হামলায় হাসপাতাল আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ। এখনও অধরা দুষ্কৃতীরা।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কাজ সেরে নিজের আবাসনে ফিরে বিশ্রাম করছিলেন স্বাস্থ্যকর্মী দীপ্তিকণা চৌধুরী। সন্ধ্যা নাগাদ আচমকায় বারান্দা টপকে ২ আততায়ী তাঁর আবাসনে প্রবেশ করে। গলায় ধারালো অস্ত্রের কোপ চালায়। দীপ্তিকণা দেবীর চিৎকার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দারা ছুটে আসেন। তখনই পালিয়ে যায় দুষ্কৃতীরা। জখম অবস্থায় মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। ঘটনার পরেই ওই স্বাস্থ্যকর্মীকে মানকর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    সরকারি আবাসনের ভিতরে এই ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আবাসনে ঢুকে মহিলা স্বাস্থ্যকর্মীর উপর আততায়ী হামলার খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় বুদবুদ থানার পুলিশ। চিকিৎসক থেকে কর্মী সকলেই নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছেন। এই ঘটনার পর থেকে তাঁরা আতঙ্কে ভুগছেন। দীপ্তিকণা দেবীর বাড়িতে লুটপাটের উদ্দেশে এই হামলা নাকি তাঁকে খুনের উদ্দেশ্য ছিল আততায়ীদের, সেসব খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।
  • Link to this news (প্রতিদিন)