হুমায়ুনের লাদেন-কথা, ‘উনি তো বিশাল শিক্ষিত’, আল কায়দা প্রধানকে নিয়ে মন্তব্য তৃণমূল বিধায়কের
প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
শাহজাদ হোসেন, জঙ্গিপুর: দলের হাজার সতর্কতা সত্ত্বেও জনপ্রতিনিধিদের মুখের কথায় যেন লাগাম পরানোই যাচ্ছে না! ভরতপুরের হুমায়ুন কবীরের একাধিক বিতর্কিত কথার পর এবার ডেবরার তৃণমূল বিধায়ক, প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বক্তব্যে ফের উসকে উঠল বিতর্ক। সন্ত্রাসবাদ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওসামা বিন লাদেনকে ‘বিশাল শিক্ষিত’ বলে উল্লেখ করলেন। পাশাপাশি ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে পালটা ‘সন্ত্রাসবাদী’ও বললেন। আর তাঁর এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”লোকে বলে, খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদ শেখানো হয়। আমি কখনও খারিজি মাদ্রাসা দেখিনি, বলতে পারব না। তবে আমার বক্তব্য, সন্ত্রাসবাদ শেখানো হলে শুধু খারিজি মাদ্রাসায় কেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েও তো হতে পারে। এটা নয় যে শুধু খারিজি মাদ্রাসায় যদি ধরে নিই, ওসামা বিন লাদেন একজন বড় সন্ত্রাসবাদী, তাহলে তো বলতে হয়, উনি লন্ডনে অক্সফোর্ডে গিয়ে ইংরাজি পড়েছেন। আল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ম্যানেজমেন্ট পড়েছেন। উনি খুবই শিক্ষিত।”
এদিন তাঁর বক্তব্যে উঠে আসে আরেক কুখ্যাত সন্ত্রাসবাদী ওমর শেখের কথা। ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডের প্রধান ‘নায়ক’ ওমর শেখকে নিয়ে তিনি বলেন, ”ওমর শেখ লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পড়াশোনা করেছেন। ভাবুন, লন্ডন স্কুল অফ ইকনমিক্স বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান। তারপর সে আতঙ্কবাদী হয়ে বসনিয়া চলে গিয়েছিল যুদ্ধ করতে। সেখানে টিকতে না পেরে পাকিস্তান চলে যায়। ট্রেনিং নিয়ে কুখ্যাত জঙ্গি হয়ে ওঠে।” হুমায়ুন কবীর এরপর নিশানা করেন বেলডাঙার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজকে। বলেন, ”ওই এক সন্ন্যাসী আছেন বেলডাঙায়, আশ্রমের আড়ালে তিনি মাঝেমাঝে ওখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেন। আমি যখন ওখানে পুলিশ সুপার ছিলাম,তখন একবার ডেকে পাঠিয়েছিলাম। ভয়ে আসেনি। উনিও ওখানে সন্ত্রাসবাদ ছড়ান।”