• প্রথমবার মাদারিহাট জিতেই আলিপুরদুয়ারে মমতা, কোচবিহার সফরে নজরে সীমান্ত সুরক্ষা
    প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: নতুন বছরের শুরুতেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ জানুয়ারি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পৌঁছবেন তিনি। তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন বলে জানা গিয়েছে। সদ্য হওয়া লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপির সঙ্গে কড়া টক্কর দিয়েছে। বিধানসভা উপনির্বাচনেও মাদারিহাটে বিজেপিকে পর্যুদস্ত করেছে বাংলার শাসক দল। সেদিক থেকে এই সফর যথেষ্ঠ উল্লেখযোগ্য হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

    বাংলাদেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকাগুলিতে চাপ বাড়ছে। উত্তরবঙ্গের সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা দেখা দিয়েছিল। সীমান্ত নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন। সেই কথাও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরের কথা জানার পরেই আলিপুরদুয়ারে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর উপলক্ষে কোনও ফাঁক রাখতে চাইছেন না। আজ শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ২১ জানুয়ারি আলিপুরদুয়ার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাত্রিবাসের পর দিন তিনি প্রশাসনিক সভা করবেন।

    ২২ জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পের সুবিধে কয়েক হাজার নাগরিকদের তুলে দেওয়া হবে। জমির পাট্টাও সাধারণ পরিবারগুলিকে দেওয়া হবে বলে খবর। মুখ্যমন্ত্রীর সভা সফল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বড়াইক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি স্নিগ্ধা শৈব, সহ সভাধিপতি মনোরঞ্জন দে, মাদিরিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী ও মৃদুল গোস্বামী সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

    উত্তরবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোড়াফুল। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে আরও বেশি জনসংযোগ করার চেষ্টা তৃণমূলের।
  • Link to this news (প্রতিদিন)