মালদহের সীমান্ত এলাকা চষে বেড়ালেন DG রাজীব কুমার, গুলিকাণ্ডে শহরের সুরক্ষা নিয়ে কথা তৃণমূল নেতার সঙ্গে
প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তৃণমূল নেতা হতাহতের উত্তপ্ত মালদহ। নিরাপত্তা নিয়ে শহরবাসীর আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে জেলায় পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে গিয়ে মালদহ সার্কিট হাউসে বৈঠক করলেন ইংরেজবাজার পুরসভার প্রধান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর সঙ্গে। সেই বৈঠকে শহরের নিরাপত্তা-সহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ। পাশাপাশি, এদিন মালদার ভারত- বাংলাদেশ সীমান্তের মহদিপুর-সহ একাধিক এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজিপি।
দুলাল সরকার, হাসা শেখকে খুন ও বকুল শেখকে খুনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ মালদহে। দুলাল খুনে গ্রেপ্তার হয়েছেন দলেরই এক নেতা। হাসা শেখকে খুন ও বকুল শেখকে খুনের চেষ্টার ঘটনাতেও উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই পরিস্থিতিতে রাজ্য পুলিশের প্রধান কর্তার সেই জেলা সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ মহল। শুধু পুলিশ আধিকারিকদের সঙ্গে নয়, মৃত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালির সঙ্গেও কথা বলেন তিনি। এরপরই ইংরেজাবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারায়ণকে মালদহ সার্কিট হাউসে ডেকে পাঠান রাজীব কুমার। সেখানে শহরের বিভিন্ন অংশের নিরাপত্তা, শহরে আরও বেশি করে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে কথা হয়েছে বলে বৈঠক শেষে জানান কৃষ্ণেন্দুনারায়ণ। ইংরেজবাজারের প্রাক্তন বিধায়ক হওয়ায় এই শহরকে হাতের তালুর মতো চেনেন তিনি। ফলে তাঁর সঙ্গে ডিজির বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সব মহল।
এদিকে, দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত রোহন রজক ও বাবলু যাদব এখনও ফেরার। পুলিশ কবে তাদের ধরতে পারবে? ডিজির সফরের পর তারা কি ধরা পড়বে? সেই প্রশ্নও উঠছে। এর আগে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান ধরা পরার আগে সেখানে গিয়েছিলেন রাজীব কুমার। তবে এদিন দুলাল সরকার খুনের ঘটনার তদন্ত পুলিশ সুপারের নেতৃত্বে ভালোভাবেই চলছে বলেই জানান ডিজি।
এদিন তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি, শুক্রবার বিকেলে ইংরেজবাজার ব্লকের মহদিপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতিও ঘুরে দেখেন রাজীব কুমার। কথা বলেন রপ্তানিকারক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে। এছাড়াও মহদিপুরের কর্তব্যরত বিএসএফের পদস্থ কর্তাদের সঙ্গেও সীমান্ত বিষয়ক নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।