কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলা: দুমাসেই চার্জশিট দিল পুলিশ, অভিযুক্ত ৭
প্রতিদিন | ১৮ জানুয়ারি ২০২৫
অর্ণব আইচ: কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার দুমাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে কলকাতা পুলিশ সাতজন অভিযুক্তর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বলে খবর। চার্জশিটে তিনজনকে পলাতক হিসাবে দেখানো হয়েছে। ১৫ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। দ্রুত চার্জ গঠনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আদালতে জানিয়েছেন তদন্তকারীরা।
গত বছরের ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলার মুখে পড়েন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে। কিন্তু শেষ মুহূর্তে ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায় গুলি ঠিকমতো বেরয়নি। ফলে অক্ষতই ছিলেন সুশান্তবাবু। কোনও অঘটন ঘটনার আগেই হাতেনাতে অস্ত্র-সহ গ্রেপ্তার হয় দুষ্কৃতী। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করে। পুলিশ তদন্ত করে একে একে যুবরাজ, গুলজার, ফুলবাবু, মহম্মদ আহমেদ, ছোটু, আদিল-সহ সাতজনকে গ্রেপ্তার করে। কয়েকজনকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি আদিল আবুধাবি থেকে কলকাতায় ফিরতেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
তদন্তে একটি চক্রের সন্ধান পান পুলিশ আধিকারিকরা। জানা যায়, এর পিছনে রয়েছে বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরির গ্যাং। সুশান্ত ঘোষের উপর হামলার জন্য বিহারের গ্যাংটিকে রীতিমতো সুপারি দেওয়া হয়েছিল। টানা দুমাস পরিকল্পনার পর নভেম্বরে দুটি স্কুটিতে করে হামলা করতে আসে সুপারি কিলাররা। দুমাসের মধ্যে সেই ঘটনার তদন্ত শেষ করল কলকাতা পুলিশের সিট। সূত্রের খবর, প্রায় ৩০ পাতার চার্জশিটে সমস্ত খুঁটিনাটি বিষয় পুলিশ উল্লেখ করেছে। এই চার্জশিটে ১৫ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন-সহ বেশ কিছু ধারা প্রয়োগ করা হয়েছে। এর পরের ধাপে যাতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা যায়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।