এই সময়: ঘটনার ৫ মাস পরে আজ, শনিবার আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার রায় ঘোষণা করবে আদালত। এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এদিন অভিযুক্তকে আদালতে হাজির করানোর ক্ষেত্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। আদালতের বাইরে কোনও বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আঁটসাটো আয়োজন বলে দাবি লালবাজারের।
নির্যাতিতার বাবা শুক্রবার বলেন, ‘রায় বা সাজা ঘোষণা হলেই স্বস্তি হবে, তা নয়। এই যুদ্ধের শেষ পরিণতি দেখে ছাড়বো। এই ঘটনায় যুক্ত সকলের শাস্তি হলে তবেই মেয়ের আত্মা শান্তি পাবে।’
সূত্রের খবর, কলকাতা পুলিশের পাশাপাশি জেলের তরফেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। গাড়ি চেকিং থেকে শুরু করে প্রিজন ভ্যান, সর্বত্র বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। এতদিন পর্যন্ত বিচারপ্রক্রিয়া অন ক্যামেরা হলেও রায় ঘোষণার সময়ে সকলে হাজির থাকতে পারবেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি, শিয়ালদহ আদালতে ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনির্বাণ দাসের এজলাসে সওয়াল জবাব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে তিনি জানিয়েছিলেন, ১৮ জানুয়ারি রায় ঘোষণা করা হবে। আদালত সূত্রে খবর, সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শনিবারই সাজা ঘোষণার দিন জানানো হতে পারে।
সিবিআইয়ের আইনজীবী পার্থসারথি দত্ত বলেন, ‘ট্রায়াল দু’মাসের মধ্যে শেষ করা হয়েছে। রায় ঘোষণা করে অভিযুক্তের সর্বোচ্চ সাজা হলে আমরা জাস্টিস দিতে পেরেছি বলে মনে করব। তবে সিবিআইয়ের তদন্ত চলবে।’ অন্যদিকে, সঞ্জয়ের আইনজীবী সৌরভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সঞ্জয়ের রায় ঘোষণার পরে কী সাজা হয় সেটাই এখন দেখার। সর্বোচ্চ সাজা হলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।’