• জলঙ্গিতে ভাসছে দেহ, কৃষ্ণনগরে তুমুল চাঞ্চল্য
    আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কৃষ্ণনগরে আত্মঘাতী এক। শুক্রবার রাতে জলঙ্গি নদীতে ভাসতে দেখা যায় একটি দেহ। অনুমান, দ্বিজেন্দ্র সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত নগেন্দ্রনগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    জানা গেছে মৃতের নাম স্বপন বিশ্বাস (‌৫০)‌। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে স্বপনবাবুর স্ত্রী মারা যান। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন। বাড়িতে কারও সঙ্গে বিশেষ কথা বলতেন না। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ফিরতেন গভীর রাতে।

    শুক্রবার রাতে পরিবারের কাছে খবর আসে স্বপনবাবুর দেহ দ্বিজেন্দ্র সেতুর নিচে জলঙ্গিতে ভাসতে দেখা গিয়েছে। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া এলাকায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)