সোনার দামবৃদ্ধিতে ফের বাড়ছে চিন্তা। সামনেই বিয়ের মরসুম। আর তার আগে তরতরিয়ে বাড়ছে দাম। গত ৯ জানুয়ারি থেকে হলুদ ধাতুর দাম বাড়তে শুরু করেছে। সোনা ও রুপো উভয়েরই পাল্লা দিয়ে দাম বাড়ছে। আজ, ১৮ জানুয়ারি ২০২৫-এ সোনার দাম আবার বেড়েছে। নতুন বছরের শুরু থেকে স্থিতিশীল থাকলেও পরে দাম বাড়তে শুরু করে।
দেশে ২৪ ক্যারেট সোনার দাম ৮১ হাজার টাকা ছাড়িয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই তা ৮২ হাজারে পৌঁছবে, যা হবে স্বর্ণের সর্বোচ্চ হার। যেখানে ২২ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার টাকার বেশি। রুপোর দামও আজ বেড়েছে ১০০০ টাকা।
আজ কলকাতায় সোনার দাম কত?
আজ, শনিবার ১৮ জানুয়ারি হলমার্ক ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম বেড়ে হয়েছে ৭৬,০৫০ টাকা। ২৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৮০,০০০ টাকা। পাকা সোনার বাটের দাম হল ৭৯,৬০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গতকাল শুক্রবারই সোনার দাম বেড়ে হয় ৭৫, ৩৫০ টাকা। গতকালের থেকে ৭০০ টাকা বেড়ে গেল দাম।
রুপোর দামও বাড়ছে। আজ এক কেজি রুপোর দাম বেড়েছে এক হাজার টাকা। দেশে এক কেজি রুপার দাম ৯৬ হাজার ৬০০ টাকা হয়েছে।
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করুন
সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য ISO (ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন) দ্বারা হল মার্ক দেওয়া হয়। ২৪ ক্যারেট সোনার গয়নার ওপর ৯৯৯, ২৩ ক্যারেটের উপর ৯৫৮, ২২ ক্যারেটের উপর ৯১৬, ২১ ক্যারেটের ওপর ৮৭৫ এবং ১৮ ক্যারেটের ওপর ৭৫০ লেখা রয়েছে। বেশিরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। কিছু মানুষ ১৮ ক্যারেটও ব্যবহার করে। ক্যারেট ২৪ এর বেশি হয় না এবং ক্যারেট যত বেশি হয়, সোনা তত বেশি খাঁটি হয়।