• চাকদহে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল তিন যুবক
    দৈনিক স্টেটসম্যান | ১৮ জানুয়ারি ২০২৫
  • নদিয়ার চাকদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন তরুণের অকাল মৃত্যু হল। বৃহস্পতিবার গভীর রাতে চাকদহের যাত্রাপুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

    ঘটনাস্থলেই প্রাণ হারান ২৪ বছরের ওয়াসিম মণ্ডল এবং ১৮ বছরের জনক শেখ। গুরুতর আহত অবস্থায় ২০ বছরের শেখ শরিফুলকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হলেও শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনই হরিণঘাটার বিরহী পাঁচপোতা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে চেপে তাঁরা শিমুরালি মোল্লাপাড়ার একটি জলসার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে যাত্রাপুর মোড়ে লরির সঙ্গে তাঁদের বাইকের ভয়াবহ সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক ওয়াসিম ও জনককে মৃত ঘোষণা করেন। শরিফুলের চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে
    মৃত্যু হয়।

    পুলিশ ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। তিন যুবকের অকাল মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)